সাবেক উপপরিচালকসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা

0

ঢাকা অফিস: অনিয়ম ও দুর্নীতির ঘটনায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালকসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রায় ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসামিরা হলেন- সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. মো. আব্দুস সালাম, মেসার্স এম এস এন্টারপ্রাইজের মালিক মির্জা এস এম হোসেন ওরফে সাদ্দাম হোসেন ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হিসাব রক্ষক আব্দুল কুদ্দুস আটিয়া।   বুধবার (২৭ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেটে মামলাটি হয়েছে। মামলার বাদী হলেন সহকারী পরিচালক মনজুর আলম চৌধুরী। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য জানিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০১৫-১৬ অর্থবছরে বিভিন্ন মালামাল ও এমএসআর সামগ্রী কেনার নামে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ১৬টি ভুয়া বিল বাবদ ৬২ লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্য দিয়ে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/২০১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন তারা।

Share.