সামান্য বৃষ্টিতেই উপজেলা সড়কে জলাবদ্ধতা

0

বাংলাদেশ থেকে বরিশাল প্রতিনিধি: সামান্য বৃষ্টিতেই জেলার জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলা পরিষদ ও নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশ পথে কার্পেটিং সড়কের ওপর জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন থেকে পৌর সদরের এ সড়কে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হলেও বিষয়টি স্থায়ীভাবে সমাধানে কারো কোন উদ্যোগ নেই। ফলে ভূক্তভোগীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সর্বশেষ সোমবার (৯ মে) সকালের বৃষ্টিতে সড়কের ওপর পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ছোট যানবাহন ও পথচারীদের চলাচলের দুর্ভোগের অসংখ্য ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন সচেতন গৌরনদীবাসী। ওইসব ছবিতে সড়কের বেহাল দশা ও জলাবদ্ধতা দূরকরনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ না করায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি বিষোধাগার করা হয়েছে। স্থানীয় একাধিক ব্যবসায়ীরা জানান, শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থা না থাকায় উপজেলা গেট সড়কের বৃষ্টির পানি কোথাও সরতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়াও সড়ক থেকে পাশ্ববর্তী মালিকানাধীন বাসা-বাড়িগুলো উঁচু করে নির্মাণ করায় বৃষ্টির পানি সড়কের ওপর জমে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা করা না হলে উপজেলা গেটে সড়কের এ জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব নয় বলেও তারা (ব্যবসায়ী) উল্লেখ করেন। জনসাধারণের দুর্ভোগের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, স্থায়ীভাবে উপজেলা গেটের জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার জন্য ইতোমধ্যে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই এর সমাধান হবে।

 

 

 

 

 

 

 

 

 

Share.