সালাহউদ্দিনকে ট্রাভেল পাস, ফিরতে পারবেন দেশে

0

ঢাকা অফিস: ভারতে অনুপ্রবেশের মামলায় খালাস পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ‘ট্রাভেল পাস’ (ভ্রমণের অনুমোদন) দিয়েছে বাংলাদেশ। ফলে এখন তিনি বাংলাদেশে ফিরতে পারবেন। কিন্তু মামলা ও পরোয়ানা থাকায় দেশে প্রবেশ করেই গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে তাকে। প্রায় আট বছর ধরে ভারতের মেঘালয় রাজ্যে অবস্থান করছেন সালাহউদ্দিন আহমেদ। অনুপ্রবেশের মামলায় মেঘালয় পুলিশের মামলায় ২০১৮ সালের ২৬ অক্টোবর নিম্ন আদালত থেকে খালাস পান তিনি। এরপর ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ভারত সরকার। গত ২৮ ফেব্রুয়ারি শিলং জজকোর্টের আপিল বিভাগও সালাহউদ্দিনকে বেকসুর খালাস দেন। তাকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন আদালত। এরপর দেশে ফিরতে গত ৮ মে ভারতের গৌহাটিস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার বরাবর ট্রাভেল পাসের আবেদন করেন তিনি। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ট্রাভেল পাস দেয়। ট্রাভেল পাস দেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের গৌহাটি বাংলাদেশ মিশনকে জানিয়েও দিয়েছে। বাংলাদেশে সালাহউদ্দিন আহমেদের নামে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ কারণে দেশে ফিরে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তিনি গ্রেপ্তারও হতে পারেন। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। এরপর একই বছরের ১১ মে শিলং পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, শিলংয়ে উদভ্রান্তের মতো ঘোরাঘুরির সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। এরপর অনুপ্রবেশের অভিযোগে তার নামে মামলা করে মেঘালয় পুলিশ।

Share.