সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ

0

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স। ‘সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ’—নামের এ স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা বিনা টিউশন ফিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। এ স্কলারশিপ সম্পর্কে ইউনিভার্সিটি অব সাসেক্সের ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, যেসব বাংলাদেশি শিক্ষার্থী স্কলারশিপের আওতায় থাকবেন, তাঁরা তিন হাজার ব্রিটিশ পাউন্ড পাবেন। ওই শিক্ষার্থীরা স্কলারশিপের আওতায় থাকা বিষয়গুলো নিয়ে পড়তে পারবেন। এ স্কলারশিপ পাওয়ার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন সেগুলো হলো—বাংলাদেশি নাগরিক হতে হবে, বিনা বেতনে পড়ার যোগ্যতা দেখাতে হবে, জীবনযাত্রায় নিজের খরচ বহন করার সামর্থ্য থাকতে হবে, সাসেক্সের-২০২১-এর স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে।ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২১ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। স্কলারশিপে কতজন পড়ার সুযোগ পাবেন এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

 

Share.