সিনহা হত্যা: সাক্ষীর সাক্ষ্যগ্রহন ও জেরা সম্পন্ন, পরবর্তী তারিখ ২৫-২৭ অক্টোবর

0

বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি: চাঞ্চল্যকর মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পঞ্চম দফায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার আরও ৪ জনের স্বাক্ষ্যগ্রহন করা হয়েছে। সিনহা হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫, ২৬ ও ২৭ অক্টোবর। মঙ্গলবার পঞ্চম দাফের তিনদিনের শেষ দিন ৪জন সাক্ষ্য গ্রহণ শেষে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, মঙ্গলবার ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের জন্য উপস্থিত রাখা হয়েছিল। কিন্তু আসামি পক্ষের আইনজীবীদের অনীহার কারনে চার জনের স্বাক্ষ্যগ্রহন সম্ভব হয়েছে। এছাড়াও কালক্ষেপণের অংশ হিসেবে মামলার দুই নম্বর স্বাক্ষী সাহেদুল ইসলাম সিফাতকে রিকল করার আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহনের জন্য আগামী ২৫, ২৬ ও ২৭ অক্টোবর দিন ধার্য্য করা হয়েছে। ৫ম দফার শেষ দিনে মঙ্গলবার চার জনের স্বাক্ষ্যগ্রহন করা হয়। তারা হলেন, সেনা কর্মকর্তা লে: কর্ণেল ইমরান, এসআই সোহেল সিকদার, এএসআই নজরুল ও কনস্টেবল শুভ পাল। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ৩২ তম সাক্ষী সেনা কর্মকর্তা লে: কর্ণেল ইমরানকে দিয়ে প্রতিদিনের মত আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার অন্যতম আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Share.