সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত

0

ঢাকা অফিস: রাজধানীর জুরাইনে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরা হলো আশ্রাফ মাস্টার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. জাহিদ (১৬) ও এসএসসি পরীক্ষার্থী মো. রাব্বী (১৮)। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন হাজী খোরশেদ আলী রোডে এই ঘটনা ঘটে। আহত রাব্বীর বন্ধু মো. জিসান ভুইয়া জানায়, তাদের সবার বাসা জুরাইন কমিশনার গলিতে। রাতে জুনিয়র তুহিন, সজিব সহ কয়েকজন রাব্বীকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর জিসান জানতে পারে, রাব্বী ছুরিকাঘাতে আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সে। সে আরও জানায়, বেশ কয়েকদিন দিন আগে জাহিদ, আতিক, রাকিব সহ কয়েকজন একই এলাকার জুনিয়র তুহিন, সজিবদের মারধর করে। এর জের ধরে আজকে রাতে আবারও মারামরির ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দুই শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছে। জাহিদের কোমরের পিছনে ও রাব্বীর বাম পায়ের রানে ছুরিকাঘাত রয়েছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।

Share.