সিরাজগঞ্জে ২৬ জেলের কারাদণ্ড, ৫৬ হাজার মিটার জাল জব্দ

0

ঢাকা অফিস : নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী ও বেলকুচি উপজেলায় যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে ২৬ জেলেকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১৭ কেজি ইলিশ জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফসানা ইয়াসমিন ও বেলকুচির ইউএনও আনিসুর রহমান এই কারাদণ্ডাদেশ দেন। চৌহালী উপজেলার মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে চৌহালী উপজেলার ১১ জেলেকে এক বছর করে এবং বেলকুচি উপজেলার ১৫ জেলেকে ১০ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া ওই সময় জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

Share.