সিরিয়ার পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলায় তেলক্ষেত্রের ১০ কর্মী নিহত

0

ডেস্ক রিপোর্ট: পূর্ব সিরিয়ায় সন্ত্রাসী হামলায় তেলক্ষেত্রের ১০ কর্মী নিহত হয়েছে। সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী আইএসআইএল (আইএসআইএস) এর বিরুদ্ধে আক্রমণ ঘোষণার পরদিনই এই হামলা চালানো হয় বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে। শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, দেইর আজ জোরের আল-তাইম তেলক্ষেত্র থেকে শ্রমিক পরিবহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় আরও দুইজন আহত হয়েছে। তবে হামলার ধরণ বা এর পিছনে কারা থাকতে পারে সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি সানা। ব্রিটিশ ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক তেলক্ষেত্রের কাছে এই হামলা চালানোর জন্য ‘ইসলামিক স্টেট গ্রুপের সেল’কে অভিযুক্ত করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদেল রহমান এএফপিকে বলেছেন, ‘আক্রমণটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে হয়েছিল। বাসটি ডিভাইসের পাশ দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। বৃহস্পতিবার কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বলেছে, ঘটনাস্থল থেকে উত্তর-পশ্চিম দিকে অবস্থিত রাক্কার একটি কারাগারে পূর্বের একটি হামলার পরেই তারা আইএসআইএল (আইএসআইএস) যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠে। এসডিএফ বলেছে, আক্রমণাত্মক অভিযানকে ‘অপারেশন আল-জাজিরা থান্ডারবোল্ট’ নামে অভিহিত করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল ‘সাম্প্রতিক সন্ত্রাসী হামলার উৎস’ এলাকা থেকে আইএসআইএল যোদ্ধাদের নির্মূল করা। মার্কিন-সমর্থিত জোটের পাশাপাশি এই অভিযান চালানো হচ্ছে, যদিও তারা অংশ নিচ্ছে বলে আন্তর্জাতিক বাহিনী থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এসডিএফ বিবৃতিতে বলা হয়েছে, রাক্কা আক্রমণ ব্যর্থ করা ছাড়াও, আইএসআইএল যোদ্ধারা সম্প্রতি বাস্তুচ্যুত লোকদের জন্য দেইর আজ জোর এলাকা, হাসাকেহ এবং আল-হোল ক্যাম্পে আটটি হামলা চালিয়েছে। গত সোমবার আইএসআইএল যোদ্ধারা সিরিয়ায় গোষ্ঠীর প্রাক্তন ডি ফ্যাক্টো রাজধানী রাক্কার কমপ্লেক্সে হামলা চালালে ছয় কুর্দি যোদ্ধা নিহত হয়। সেখানে বন্দী সহযোদ্ধাদের মুক্ত করার জন্য হামলাটি চালানো হয়েছিল।

Share.