সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

0

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশের লক্ষ্যবস্তুতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো এই ধরনের হামলা চালানো হয়েছে দেশটিতে। বৃহস্পতিবার ভোরে দামেস্কের নিকটবর্তী স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল। সিরিয়ার সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র আগ্রাসনের মোকাবিলা করেছে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সকাল সাগে ৯টার দিকে ইসরায়েলি শত্রুরা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিক থেকে দামেস্কের আশেপাশে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।’ সিরিয়ার সেনাবাহিনীর মতে সোমবারের একই ধরণের বিমান হামলায় একজন সৈন্য আহত হয়েছে। এর আগে শুক্রবার দামেস্কের বিমান বিমানবন্দরে এবং রাজধানীর দক্ষিণে নিকটবর্তী সামরিক পোস্টগুলিতে ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন সেনা নিহত হয়েছে। এই ধরনের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। সাম্প্রতিক বছরগুলিতে সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত অংশের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালিয়েছে তারা, তবে খুব কমই এই অভিযানগুলি সম্পর্কে স্বীকার করেছে তারা। ইসরায়েলের দাবি, তারা সিরিয়ার গ্রুপগুলিতে ইরান-মিত্র যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সমর্থন করতে হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে তেহরান।

Share.