বুধবার, জানুয়ারী ২২

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী আর নেই

0

ঢাকা অফিস: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী ইন্তেকাল করেছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।যুবলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক হারিস হাছান সাগর  আবু ওসমান চৌধুরীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। হারিস হাছান সাগর জানান, অসুস্থ হয়ে পড়লে গত ৩০ আগস্ট আবু ওসমান চৌধুরীকে সিএমএইচে ভর্তি করা হয়।চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়িতে জন্ম আবু ওসমান চৌধুরীর।আবু ওসমান চৌধুরী ১৯৭১ সালের ২৬ মার্চ তাঁর অধীন সেনা দল নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপর মুক্তিযুদ্ধকালে তিনি ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য বাংলাদেশ সরকার আবু ওসমান চৌধুরীকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে।

Share.