সেরার মুকুট পেল ইরানের ‘লেফ্ট হ্যান্ডেড’

0

ডেস্ক রিপোর্ট: গ্রিসের এথেন্সে পজিটিভলি ডিফারেন্ট শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ইরানি নাটক ‘লেফ্ট হ্যান্ডেড’। নাসরিন মোহাম্মদপুর রচিত এবং পরিচালিত ছবিটি ৩৮ বছর বয়সী মরিয়মের গল্প তুলে ধরেছে। তিনি চারজনের একটি পরিবারের প্রধান ছিলেন। পোল্ট্রি কসাইখানায় কাজ করার সময় তিনি ডান হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেন। মূলত ঋণ পরিশোধের জন্য তিনি এই সিদ্ধান্ত নেন। কারণ এইভাবে মরিয়ম বাম হাত হারানোর চেয়ে বীমা থেকে আরও বেশি অর্থ পেতে পারেন। এই লক্ষ্যে, মরিয়ম তার বাম হাতে প্রতিদিনের কাজ করার অনুশীলন শুরু করে। যাইহোক, নির্ধারিত দিনে যখন তিনি তার ডান হাতটি কেটে ফেলতে চান, তখন মেশিনটি হঠাৎ জ্যাম হয়ে যায় এবং মরিয়মের ডান হাতের পরিবর্তে দুর্ঘটনাক্রমে তার বাম হাতটি কেটে যায়। অতএব, তার জন্য নতুন ভাগ্য নির্ধারণ করে। ছবিটি এর আগে ২০২২ সালের সিউল আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবে বিএনপি পরিবহন এক্সিলেন্স পুরস্কার জিতেছিল। পজিটিভলি ডিফারেন্ট শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল গত সপ্তাহে বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

Share.