সোমবার থেকে যা খোলা ও বন্ধ থাকবে

0

ঢাকা অফিস: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার (২৮ জুন) থেকে লকডাউন ঘোষণা করেছে সরকার। এ লকডাউনকে ঘিরে বেশ কিছু বিধি-নিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (২৭ জুন) বিকালে এ প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে জারি করা বিধি নিষেধের মধ্যে রয়েছে-

* পণ্যবাহী গাড়ি ও রিকশা ছাড়া সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে।

* সব শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

* খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা নাগাদ শুধু খাবার বিক্রি করতে পারবে।

* সরকারি-বেসরকারি সব অফিস খোলা থাকবে সীমিত জনবল নিয়ে। সেই সব কর্মচারীদের অফিসের ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে।

এর আগে শুক্রবার (২৫ জুন) সাতদিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি’র পাশাপাশি সেনাবাহিনীও মাঠে নামানোর কথা বলা হয়েছিল। এর পরেই আবার সিদ্ধান্ত পাল্টে সোমবার থেকে তিনদিনের জন্য সীমিত পরিসরে লকডাউন এবং ১ জুলাই থেকে সাতদিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।

Share.