ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের এক আদালত। এছাড়া আরও তিন জনকে মোট ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। খুনের নির্দেশদাতা হিসেবে আঙুল ওঠে খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। সৌদি আরবের পক্ষ থেকে প্রথমে এ হত্যাকাণ্ডের খবর অস্বীকার করা হয়। পরে আন্তর্জাতিক চাপের মুখে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করলেও এর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার খবর অস্বীকার করা হয়। সৌদি আরবের সরকারি কৌঁসুলি জানান, দেশটির সাবেক রাজপরিবারের পরামর্শক সাউদ আল কাহতানির বিরুদ্ধে অভিযোগ ছিল। তবে তদন্তের পর তাকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত এই সাংবাদিক সৌদি আরবে ফেরার বিষয়ে রিয়াদের চাপ অগ্রাহ্য করে আসছিলেন। সৌদি সরকারের কঠোর সমালোচক ছিলেন অনুসন্ধানী সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাশোগি।
সৌদি আদালতে খাশোগি হত্যাকাণ্ডের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
0
Share.