স্কুলে রাতভর গুলি, সকালে ১৫০ শিক্ষার্থীকে অপহরণ

0

ডেস্ক রিপোর্ট: অস্ত্রধারীদের হামলার পর সোমবার (৫ জুলাই) নাইজেরিয়ার কুদনা রাজ্যের একটি আবাসিক স্কুল থেকে ১৫০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবক এবং কুদনা রাজ্যের সরকারি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। গত বছরের ডিসেম্বরের পর থেকে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের এই ব্যাথেল ব্যাপিস্ট হাইস্কুল ১০তম যেখান থেকে গণ-অপহরণের ঘটনা ঘটল।রয়টার্স জানায়, অপহরণের খবর শুনেই কয়েক হাজার অভিভাবক স্কুল কম্পাউন্ডে জড়ো হন। তারা চিৎকার করে কান্নাকাটি করছিলেন। সেই সঙ্গে অপহৃতদের খবর জানার জন্যে অপেক্ষা করছিলেন। এদের মধ্যে একজন অভিভাবক কান্নারত অবস্থায় রয়টার্সকে তিনি কিছুদিন আগেই তার মেয়েকে বলেছিলেন ঈশ্বর অপহরণকারীদের থেকে তাদের রক্ষা করবে। তিনি বলেন, আমি সকাল ৬টায় ফোন পেয়ে জানলাম অপহরণকারীরা আমার মেয়েসহ ১৫০ জন শিক্ষার্থীকে নিয়ে গেছে। আমরা দৌড়ে এখানে এসে দেখি আমাকে যা বলা হয়েছে সেটাই ঘটেছে, ওরা কাউকে ছাড়েনি সবাইকে নিয়ে গেছে। এদিকে রয়টার্স জানায়, সোমবার সকালে ওই স্কুল কম্পাউন্ডে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের ব্যবহৃত স্যান্ডেল পড়ে আছে। এ ছাড়া বিছানার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিকে নাইজেরিয়া পুলিশ জানায়, হামলাকারীরা রাতভর স্কুলের নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায়। এরই মধ্যে এদিকে কিছুসংখ্যক শিক্ষার্থী পালিয়ে বনে ভেতরে লুকিয়ে পড়ে। পুলিশ জানায়, একজন নারী শিক্ষকসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।  এদিকে স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য রেভারেন্ড জন হায়াব রয়টার্সকে জানিয়েছেন, আবাসিক স্কুল থেকে প্রায় ২৫ জন শিক্ষার্থী পালাতে সক্ষম হয়।আবাশিক স্কুলে প্রায় ১৮০ জন শিক্ষার্থী ছিল। যারা স্কুলের পরীক্ষার জন্যে প্রস্তুতি নিচ্ছিল। এদিকে স্থানীয় অধিবাসীরা রয়টার্সকে জানান, রোববার স্থানীয় সময় রাত ১১ থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত হামলাকারীরা স্কুলে অব্যাহত গুলিবর্ষণ ঘটায়। সকাল হলে তারা ১৫০ জন শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পায়।এদিকে কুদনা রাজ্যের সরকারি কর্তৃপক্ষ সোমবার অপহরণের ঘটনার পর ব্যাথেল ব্যাপিস্ট হাইস্কুলসহ ওই এলাকার ১২টি স্কুল বন্ধ ঘোষণা করেছে। কবে স্কুলগুলো খুলবে এ বিষয়ে তারা কিছুই জানায়নি।  এদিকে স্কুলে অপহরণের ঘটনার আগে রোববার ওই একই রাজ্যের একটি হাসপাতালে হামলা চালিয়ে ১ শিশুসহ ৬ জন অপহরণ করেছে অজ্ঞাত পরিচয়ধারী দুর্বৃত্তরা।

Share.