স্টকহোমে আলো ছড়ালেন দিনা

0

স্পোর্টস রিপোর্ট: কাতারের দোহায় ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করেছিলেন দিনা এ্যাশার-স্মিথ। গ্রেট ব্রিটেনের প্রথম প্রমীলা এ্যাথলেট হিসেবে এই ইভেন্ট জিতে রীতিমতো ইতিহাস গড়েছিলেন কৃষ্ণ সুন্দরী। ২১.৮৮ সেকেন্ডে স্পর্শ করেছিলেন ফিনিশিং লাইন। সেবার দ্বিতীয় হয়েছিলেন ব্রিটানি ব্রাউন। আর তৃতীয় মুজিঙ্গা কাম্বুদি। আরেকটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ঠিক আগে দিনা বুঝিয়ে দিলেন স্বর্ণ ধরে রাখার জন্য প্রস্তুত তিনি। স্টকহোম ডায়মন্ড লিগের ২০০ মিটারের ট্র্যাকে এবার অবশ্য কাদুম্বি তাকে আরও বেশি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। ব্রিটিশ তারকা সময় নিয়েছেন ২২.৩৭ সেকেন্ড। যা কাদুম্বির চেয়ে সেকেন্ডর ভগ্নাংশেরও কম! উল্লেখ্য, এবারের ওয়ার্ল্ড এ্যাথলেটিকসের আসর বসবে আমেরিকার ইউগিনিতে। আগামী ১৫ জুলাই শুরু হয়ে চলবে ২৪ তারিখ পর্যন্ত । ২০০ মিটারের সেরা হিসেবে এবার দিনার ওপর বাড়তি চাপ থাকছে। মৌসুমের সূচনাটা ভাল না হলেও দ্বিতীয় টুর্নামেন্টেই নিজের জাত চিনিয়েছিলেন। স্টকহোমের আগে বার্মিংহাম ডায়মন্ড লীগের ১০০ মিটারেও বাজিমাত করেছিলেন। গত মে মাসে ওই টুর্নামেন্টে ১১.১১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে প্রথম হয়েছিলেন। কয়েক বছর ধরেই ট্র্যাক এ্যান্ড ফিল্ডের আলোচিত মুখ দিনা। ২০২০ টোকিও অলিম্পিকের জন্যও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল তার। কিন্তু দুর্ভাগ্য, অলিম্পিকের আগেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। এরপর বার্মিহাম ডায়মন্ড লীগের ১০০ মিটারে প্রথম হওয়াটাই তার সেরা ফলাফল। গিনেগিতে আরেকটি চ্যাম্পিয়নশিপে নামার আগে শেষ প্রস্তুতি নিজের প্রিয় ২০০ মিটারেও তুলে নিলেন সাফল্য। ‘২০০ মিটারে প্রথম হয়ে প্রতিযোগিতা শেষ করতে পেরে আমি খুব আনন্দিত। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পারফর্ম করাটাই আমাদের মূল লক্ষ্য। সেজন্য আমাকে অবশ্যই এমন স্বাচ্ছন্দ্যে থাকতে হবে।’ ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে চ্যাম্পিয়ন হয়ে গোটা দুনিয়াকেই চমকে দিয়েছিলেন দিনা এ্যাশার স্মিথ। কিন্তু এরপর আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না তিনি। এই সময়ে করোনাভাইরাসও অবশ্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সেইসব প্রতিকূলতা দূরে ঠেলে ভবিষ্যতে ট্র্যাক এ্যান্ড ফিল্ডে নিজের সেরাটা ঢেলে দেয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন দিনা-এ্যাশার স্মিথ। ‘আমি মনে করি আমার আগের চেয়ে অগ্রগতি হয়েছে। তবে ১০০ এবং ২০০ মিটারে আরও অনেক উন্নতির সুযোগ রয়েছে। ২০১৯ সালে ব্যক্তি হিসেবে সেইসঙ্গে মানসিক এমনকি শারীরিকভাবেও আমি ব্যতিক্রম ছিলাম। কিন্তু গত তিন বছরে আমরা অনেক পরিশ্রম করেছি।’ বলেন তিনি।

Share.