স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালের সঙ্গে বিরাট কোহলির লাইভ আড্ডাটা ছিল ভিন্নরকম। ক্রিকেটের টেকনিক্যাল ও মানসিক বিষয় নিয়েই বেশি আলোচনা হয়েছে। বিশ্বের সেরা ব্যাটসম্যানের কাছ থেকে সবাই চায় তার সেরা হয়ে ওঠার পেছনের গল্প জানতে। তামিমও জানতে চান, কেন স্ট্যান্স বা ব্যাটিংয়ের ধরনে বদল এনেছেন কোহলি?ওয়ানডের নাম্বার ওয়ান ব্যাটসম্যানের জবাব, ‘আসলে এটা আমার ব্যক্তিগত কারণ। আমার মনে হলো আমার মাঠের সব জায়গায় খেলতে হবে। কিন্তু এভাবে এক জায়গায় দাঁড়িয়ে খেললে আমার খেলার শটস অনেক কমিয়ে দেয়। আমার মনে হচ্ছিল আমি একভাবেই ক্রিকেট খেলছিলাম। আমার মনে হয়েছিল ‘স্ট্যাটিক’ স্ট্যান্স দিয়ে আমার কাজ হচ্ছিল না। কিন্তু ব্যাটিংয়ের সাধারণ বিষয় আমার মনে হয়েছে যে যদি আমার হিপ বেস্ট পজিশনে থাকে।তাহলে আমি আমার পা যেকোনো সময় আগে নিয়ে কিংবা পেছনে নিয়ে খেলতে পারবো। আর এটার কারণে আমি মাঠের সব জায়গায় খেলতে পারছি।’‘অনেকের জন্যই আবার এটাই কাজে দেয়। শচীন টেন্ডুলকার খেলতেন, তার সমস্যা হতো না। তার হ্যান্ড-আই কো-অর্ডিনেশন বেশ উঁচুমানের ছিল। কিন্তু আমার কিছু জিনিস নতুন আনতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে বিভিন্ন সময়ে। চেষ্টা না করলে বুঝতাম না। আমি এটাই বলতে চাই, যদি খেলার ধরনের পরিবর্তন আনার কথা ভাবো, তাহলে চেষ্টা করতে হবে। অনুশীলনে, বিশেষ করে ম্যাচে করতে হবে। ম্যাচে চাপ থাকে, প্রতিপক্ষ ঘায়েল করার চেষ্টা করে। সেখানে ওই জিনিস এক্সিকিউট করতে পারলে আত্মবিশ্বাস বেড়ে যাবে অনেক।’
স্ট্যান্স বদলে ফেলার কারণ জানালেন কোহলি
0
Share.