স্ত্রীর কয়েক ঘন্টা পরে স্বামীও চলে গেল না ফেরার দেশে

0

ঢাকা অফিস: ভাষানটেকে আগুনের ঘটনায় স্ত্রীর কয়েক ঘন্টা পরে স্বামীও চলে গেল না ফেরার দেশে। ঢাকার পশ্চিম ভাষানটেকের একটি বাসায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মোঃ লিটন মিয়া(৫২)) নামের আরো একজনের শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজনে দাঁড়ালো। শুক্রবার (১২ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে এই আগুনের ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাতটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম জানান,ভাষানটেক এলাকা থেকে দগ্ধ হয়ে একই পরিবারের ৬জন শেখ হাসিনা বার্নে এসেছিল তাদের মধ্যে দুইজন মারা যায়, আজ চিকিৎসাধীন অবস্থায় সকাল সাতটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে তার মৃত্যু হয়।নিহতে শরীরে ৬৮ শতাংশ দগ্ধ ছিল,এই সুজন (৮),লামিয়া (০৭),লিজা(১৮) চিকিৎসাধীন রয়েছে তাদের সবার অবস্থাই অসংখ্য জনক বলে জানান তিনি। নিহতের গ্রামে বাড়ি,কুমিল্লা জেলা লাকসাম উপজেলার চাঁদগাও গ্রামে আলী নেওয়াজে সন্তান। বর্তমানে ভাষানটেক এলাকায় থাকতেন।

Share.