স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

0

ঢাকা অফিস: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে সবার আগে চিকিৎসকদের আন্তরিক হতে হবে। তাদের জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। মনে রাখতে হবে তাদের চিকিৎসক হয়ে ওঠার পেছনে জনগণের বিনিয়োগ আছে। উত্তম ব্যবহার এবং আন্তরিক সেবার মধ্য দিয়ে তাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। শুক্রবার সকালে নেত্রকোনা মেডিক্যাল কলেজের ২য় ব্যাচের (এমবিবিএস) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ রঞ্জন কুমার কর্মকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডাঃ জ্যোতির্ময় আইচ, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খান, সদর উপজেলার চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, ডাঃ পলাশ মজুমদার বাপী, ডাঃ আহসান কবীর রিয়াদ, ডাঃ এবি এম আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী মাহাদি মাহফুজ, সিরাজুল ইসলাম ও সাদিয়া বিশ্বাস প্রমুখ। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ২০১৮ সালে নেত্রকোনা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটিতে প্রথম ও দ্বিতীয় ব্যাচের মোট ১শ জন শিক্ষার্থী এমবিবিএস কোর্সে পড়ালেখা করছে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কয়েকটি ভবনে অস্থায়ীভাবে চলছে কলেজটির কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ইতিমধ্যে সদর উপজেলার মৌজেবালী এলাকার ৫০ একর জমি নির্বাচন করা হয়েছে।

Share.