সৎ ভাইকে হত্যার দায়ে গ্রেফতার রাসেল প্রধান

0

বাংলাদেশ থেকে কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু সংলগ্ন বালুমহালে রাসেল প্রধান নামে (২৪) এক ড্রামট্রাক চালকের হাতে তারই সৎ ভাই হেলপার মাইনুদ্দিন(১৮)-কে হত্যার দায়ে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ঘাতক রাসেলকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত রাসেল প্রধান চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। পুলিশ জানায়, রবিবার (২৪ জুলাই) সকালে স্থানীয় বালু ব্যবসায়ীদের কাছ থেকে খবর পেয়ে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু সংলগ্ন (নতুন ফেরীঘাট) এলাকায় মাহাবুব খন্দকার এর বালুর গদির সামনে ড্রামট্রাকের ভিতর থেকে হেলপার মাইনুদ্দিনের মরদেহ উদ্বার করে পুলিশ। জানা যায়, স্থানীয় ব্যবসায়ী মাহমুব খন্দকারের বালুমহালে একটি ড্রাম ট্রাকের চালক হিসেবে কাজ করতো রাসেল, তার সহযোগী হেলপার ছিলো তারই সৎ ভাই মাইনুদ্দিন। উপজেলার গৌরীপুরের আমিরাবাদ এলাকায় ড্রামট্রাক থেকে বালু আনলোড করে আসার সময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দিনের গলা ও টুটি চেপে ধরলে ঘটনাস্থলেই মাইনুদ্দিন মারা যায়। ঘটনার পর মাইনুদ্দিনের লাশ গাড়িতে রেখে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে চলে যায় চালক রাসেল। মৃত ব্যক্তির শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে জখম দেখতে পেয়ে পুলিশ ধারণা করে এটি একটি রহস‍্যজনক হত্যাকান্ড। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাসেলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রাসেল প্রধানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সৎ ভাইকে নিজ হাতে হ‍ত্যা করেছে বলে পুলিশের কাছে স্কীকাররোক্তি দিয়েছেন বলে জানান, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। আজ (২৫ জুলাই) সোমবার ধৃত রাসেল প্রধানকে প্রধান আসামী করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share.