হংকংয়ের গণতন্ত্রপন্থী ১৫ আইনপ্রণেতার পদত্যাগ

0

ডেস্ক রিপোর্ট: হংকংয়ের গণতন্ত্রপন্থী ১৫ আইনপ্রণেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নগর আইন পরিষদ থেকে চার সহকর্মীকে অপসারণের প্রতিবাদে তারা এমন ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার তারা পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে বুধবার চীনের পার্লামেন্ট  একটি প্রস্তাব পাস করে। সেখানে বলা হয়, হংকংয়ের স্বাধীনতাকে সমর্থন, চীনের সার্বভৌমত্বকে অস্বীকার, বিদেশিদের অযাচিত হস্তক্ষেপে আহ্বান করলে তা যদি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয় তাহলে একজন আইনপ্রণেতা তার পদে থাকার যোগ্যতা হারাবেন। ওই প্রস্তাবে আদালতের শরাণপন্ন না হয়েই হংকং কর্তৃপক্ষকে আইনপ্রণেতাদের বরখাস্ত করার ক্ষমতা দেয়া হয়েছে। আইন পাস হওয়ার পরপর বুধবারই হংকংয়ের কর্তৃপক্ষ নগরীর আইন পরিষদের ওই চার বিরোধী দলীয় সদস্যকে বরখাস্ত করে। বেইজিং এই চারজনকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল। এর প্রতিক্রিয়ায় আইনসভার গণতন্ত্রপন্থী বলে পরিচিত বিরোধী দলীয় ১৫ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। এমনকি আজ নগরীর আইন পরিষদের অধিবেশনে যোগ দেননি ওই ১৫ আইনপ্রণেতা। উল্লেখ্য, হংকংয়ের ৭০ আসনের আইন পরিষদে বিরোধী দলীয় ২১ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে চার জনকে বরাখাস্ত এবং আরও ১৫ জন পদত্যাগ করায় আইন পরিষদে এখন মাত্র দুইজন বিরোধীদলীয় সদস্য থাকলেন।

Share.