শুক্রবার, ডিসেম্বর ২৭

হত্যার দায়ে সিলেটে তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

0

ঢাকা অফিস: সিলেটের বিশ্বনাথে ফুল মিয়া নামে এক মুদি দোকানিকে হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার বাংলাদেশ সময় দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য দুদু মিয়া, বিশ্বনাথের মুছেধর গ্রামের তেরা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ ও সুনামগঞ্জের চন্ডিপুর গ্রামের জগত চন্দ্র দাসের ছেলে জয়ন্ত দাস। যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালে ২৭ জানুয়ারি রাতে বিশ্বনাথ উপজেলার মুছেধর গ্রামের মাসুক মিয়ার ছেলে মুদি দোকানদার ফুল মিয়াকে তার দোকানে ঢুকে দুদু মিয়া ও তার চার সহযোগী ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ফুল মিয়ার বাবা বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Share.