হাট-বাজারগুলোতে উপেক্ষিত সামাজিক দুরত্ব

0

ঢাকা অফিস: খাগড়াছড়ি শহরে সামাজিক দুরত্ব কিছুটা রক্ষা হলেও গ্রামের হাট-বাজারগুলোতে উপেক্ষিত হচ্ছে। বিশেষ করে খাগড়াছড়ির মধুপুর, স্বনির্ভরেসহ বিভিন্ন স্থানে প্রতিদিন বিকালে বসছে হাট। সেখানে সামাজিক দুরত্ব উপেক্ষা করে জমায়েত হচ্ছে শত শত ক্রেতা-বিক্রেতা। সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশের অভিযানের সময় লোকজন সরে গেলেও পরক্ষনে আবার জড়ো হচ্ছে। এছাড়া শহরের রাস্তাগুলোতে বিচ্ছিন্নভাবে চলছে টমটম ও মোটরসাইকেল। বাজারের অলি-গলিতেও লোকজনের সমাগম পরিলক্ষিত হচ্ছে। খাগড়াছড়ি জেলা শহর ও উপজেলা গুলোতে রাস্তার মোড়ে মোড়ে সেনা ও পুলিশের টহল চলছে। তারা প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হতে মাইকিং করে মানুষকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছে। মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট।

Share.