হিটলারকে ইহুদি বলায় ল্যাভরভের ওপর চটেছে ইসরায়েল

0

ডেস্ক রিপোর্ট: অ্যাডলফ হিটলারের শরীরে ছিল ইহুদি রক্ত এবং ‘ইহুদিরাই ইহুদিদের সবচেয়ে বড় শত্রু’ বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার এই মন্তেব্যে ক্ষেপেছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইতালির এক টেলিভিশন সাক্ষাৎকারে ইহুদি প্রেসিডেন্ট শাসিত দেশ ‘নাৎসিমুক্ত’ করার কথা কীভাবে রাশিয়া বলতে পারে, প্রশ্নটি ল্যাভরবকে করা হয়। প্রত্যুত্তরে ল্যাভরভ বলেন, জেলেনস্কির দাবি, তারা নিজেই যখন ইহুদি তাহলে এটা আবার কেমন ‘নাৎসি মুক্তকরণ’। হিটলারও ইহুদি বংশোদ্ভূত ছিলেন বলে আমি মনে করি। আমার ভুলও হতে পারে। তাই জেলেনস্কির যুক্তির কোনো মানেই হয় না। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইহুদি হওয়া নিয়েও সন্দেহ পোষণ করেন ল্যাভরভ। আমরা দীর্ঘদিন ধরেই বিজ্ঞ ইহুদিদের বলতে শুনে আসছি ইহুদিরাই সবচেয়ে বড় ইহুদি-বিদ্বেষী বলেও মন্তব্য করেন ল্যাভরভ। তার মন্তব্যের কড়া সমালোচনা করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের মন্তব্য আপত্তিকর এবং ক্ষমার অযোগ্য। তার বক্তব্য ইতিহাসের ভুল ব্যাখ্যা প্রকাশ করে। কারণ, হলোকাস্টে ইহুদিরা নিজেদের হত্যা করেনি। ইহুদিরকে ইহুদি-বিদ্বেষের অভিযুক্ত করা জাতিগত বিদ্বেষের সর্বনিম্নস্তর। ল্যাভরভের এমন মন্তব্যের পর সোমবার ইসরায়েলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাও প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার কুলেবা টুইট বার্তায় বলেন, রাশিয়ার অভিজাত সমাজে গভীরভাবে লুকায়িত ইহুদি বিদ্বেষ শেষ পর্যন্ত লুকিয়ে রাখতে পারেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী। তার এই মন্তব্যটি জঘন্য এবং প্রেসিডেন্ট জেলেনস্কি, ইউক্রেন, ইসরায়েল এবং ইহুদি জনগণের জন্য আপত্তিকর। বিস্তারিতভাবে বলতে গেলে তার বক্তব্যটি প্রমাণ করে আজকের রাশিয়া অন্যান্য জাতির প্রতি ঘৃণায় পরিপূর্ণ।

 

Share.