হিথ্রো বিমানবন্দরে দুটি বিমানের সংঘর্ষ

0

ডেস্ক রিপোর্ট: হিথ্রো বিমানবন্দরে দুটি বিমানের মধ্যে মৃদু সংঘর্ষ হয়েছে। এতে উভয় বিমানের সামান্য ক্ষতি হয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি। এছাড়া বিমান চলাচলেও কোনও ধরনের বিলম্ব হয়নি। এক প্রতিবেদনে বলা হয়েছে, হিথ্রো বিমানবন্দরে দুটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। এতে উড়োজাহাজ দুটির পাখা ক্ষতিগ্রস্ত হয়। মূলত ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান এবং ভার্জিন আটলান্টিকের একটি বিমানের মধ্যে মৃদু সংঘর্ষের এই ঘটনা ঘটে। এর মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটিতে ১২১ জন যাত্রী ছিলেন। তবে ভার্জিন আটলান্টিকের বিমানটি ছিল যাত্রীশূন্য। ভার্জিন আটলান্টিক বলেছে, তৃতীয় টার্মিনালে তার যাত্রীশূন্য বোয়িং ৭৮৭-৯ স্ট্যান্ড থেকে টেনে নেওয়ার সময় সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। এয়ারলাইনটি আরও বলেছে, তাদের বিমানটি সবেমাত্র অবতরণ করেছিল এবং পরে বিমানবন্দরের ভিন্ন একটি অংশে সেটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। একপর্যায়ে বিমানের একটি ডানার সঙ্গে অন্য উড়োজাহাজের মৃদু সংঘর্ষ হয়। বিবিসি বলছে, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটটিতে শতাধিক যাত্রী ছিল এবং স্থানীয় সময় ১২টা ৪০ মিনিটে বিমানটির ঘানার আক্রার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে, সংঘর্ষের পর তারা যাত্রীদের জন্য বিকল্প বিমান সরবরাহ করেছে এবং পরে ওই যাত্রীদের সন্ধ্যা ৬টায় উড্ডয়নের জন্য পুনরায় সময় নির্ধারণ করা হয়। অন্যদিকে ভার্জিন আটলান্টিক বলেছে, তারা এই ঘটনায় তদন্ত করছে এবং তাদের বিমানের রক্ষণাবেক্ষণের বিষয়টি চেক করা হচ্ছে। তবে সংঘর্ষের পর বিমানটিকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন: ‘আজকে দুটি বিমানের সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়ায় আমরা জরুরি পরিষেবা এবং আমাদের এয়ারলাইন অংশীদারদের সাথে কাজ করছি।’ ওই মুখপাত্র আরও বলেছেন: ‘বর্তমানে, কোনো যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং বিমানবন্দরের কার্যক্রমে কোনো চলমান প্রভাব পড়বে বলে আমরা মনে করছি না।’ অবশ্য সংঘর্ষের পর জরুরি পরিষেবাগুলো সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। লন্ডনের পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতির তদন্তে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান দুর্ঘটনা তদন্ত শাখাকে সহায়তা করছে।

Share.