হিলিতে ভারতীয় ভুট্টাবোঝাই ট্রাক থেকে মাদকদ্রব্য উদ্ধার

0

বাংলাদেশ থেকে দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ভারত থেকে আমদানিককৃত ভুট্টাবোঝাই ট্রাকের কেবিন থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় চালকসহ ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়েছে। সোমবার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কাস্টমস পানামা পোর্টের অভ্যন্তর থেকে মাদকদ্রব্যসহ ট্রাকটি জব্দ করা হয়। হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কামরুল ইসলাম জানান, ভারত থেকে আমদানিকৃত ভুট্টাবোঝাই ট্রাকে মাদক আসছে এমন তথ্যের ভিত্তিতে পোর্টের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় (ডব্লিউ বি- ২৩/ডি ১৩৮১নং) একটি ট্রাকের চালকের কেবিনে তল্লাশি চালানো হলে সেখান থেকে বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় চালক ও উক্ত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ফেন্সেডিল ৭৫ বোতল, বিভিন্ন প্রকার মদ ১০৩ বোতল ও অ্যামপুল রয়েছে ১ হাজার ৩৬৩টি।

 

 

Share.