হোয়াইট হাউজে মাস্ক পরার নির্দেশ দিলেন ট্রাম্প

0

ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউজের সব কর্মীদের মাস্ক পরার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ কিছু দিন আগেও মাস্ক না পরে বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।সম্প্রতি ওয়েস্ট উইংয়ের দুই সহযোগীর দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ট্রাম্প এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। সোমবার হোয়াইট হাউসের এক নির্দেশনায় কর্মীদের ওয়েস্ট উইংয়ে প্রবেশের সময় মাস্ক পরতে হবে বলে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন কয়েক শ মানুষ হোয়াইট হাউসে প্রবেশ করে। আমরা মনে করি এই নির্দেশনা দিয়ে আমরা ভালো কাজ করেছি। বিসিসির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের কর্মীদের নিজ নিজ ডেস্কে বসে কাজ করার সময় ছাড়া বাকি সব সময় মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া ডেস্কে কাজ করার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে খেয়াল রাখতে হবে। এর আগে ট্রাম্পের একজন ব্যক্তিগত কর্মচারী ও পেন্সের এক সহযোগী করোনায় আক্রান্ত হয়েছেন। ট্রাম্পের ওই কর্মচারী ওয়েস্ট উইংয় প্রেসিডেন্টের খাবার দেয়ার কাজ করেন।

Share.