হোয়াইট হাউসে বসে ফলাফল দেখছেন ট্রাম্প

0

ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউসে নির্ঘুম রাত পার করে ফলাফল দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আছেন হোয়াইট হাউস সংশ্লিষ্ট ১০০ কর্মকর্তা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা আছে তার। খবরে বলা হয়, ৪০০ অতিথির অংশগ্রহণে রাতে পার্টির আয়োজন করেছেন ট্রাম্প।  ট্রাম্পের প্রচার শিবিরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সূত্রে বিবিসি জানায়, রিপাবলিকান প্রেসিডেন্ট হারবেন না, এমন আবহ বিরাজ করছে হোয়াইট হাউসে। হোয়াইট হাউসের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস ডিরেক্টর অ্যালিসা ফারাহ জানিয়েছেন, পার্টিতে নিমন্ত্রিত অতিথিদের করোনা পরীক্ষা করা হয়েছে। নির্বাচন শেষে চলছে ভোট গণনা। ফলাফলের পূর্বাভাসে এখন পর্যন্ত ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ করা হচ্ছে।

Share.