বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

হ্যাজার্ডকে নিয়ে সুখবর নেই মাদ্রিদে

0

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ সুপার কাপের ফরম্যাট পাল্টে গেছে এবার। প্রথমবারের মতো স্পেনের বাইরে আয়োজনের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াই হবে চার দলের। আগে যেখানে মুখোমুখি হতো লা লিগা ও কোপা দেল রে চ্যাম্পিয়ন। সৌদি আবরের জেদ্দায় হতে যাওয়া স্প্যানিশ সুপার কাপের উত্তেজনা তাই আগের চেয়ে অনেক বেশি। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ পাচ্ছে না এডেন হ্যাজার্ডকে। শুক্রবারের সংবাদ সম্মেলনে বেলজিয়ান ফরোয়ার্ডের স্প্যানিশ সুপার কাপ খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। গত নভেম্বরে প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান গত গ্রীষ্মের দলবদলে চেলসি থেকে ১০০ মিলিয়ন ইউরোতে সান্তিয়াগো বার্নাব্যুতে নাম লেখানো হ্যাজার্ড। নতুন বছরের শুরুতে তার মাঠে ফেরার প্রত্যাশা করা হলেও জিদান জানিয়েছেন, আরও সময় দরকার। রিয়াল কোচ নিশ্চিত করেছেন, ‘নিশ্চিতভাবেই সে (হ্যাজার্ড) সুপার কাপ খেলতে পারবে না। ও দলের সঙ্গে যাচ্ছে না (সৌদি আরব)। এই মুহূর্তে সে স্বাভাবিক নিয়মেই সেরে ওঠার কাজ করছে। আশা করছি সুপার কাপের পর ধীরে ধীরে সেরে উঠবে।’ ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা পূরণে চেলসি থেকে হ্যাজার্ডকে নিয়ে এসেছে রিয়াল। অনেক আশা জাগিয়ে বার্নাব্যুতে যোগ দিলেও সেটা এখনও পূরণ করতে পারেননি তিনি। বরং চোটের কারণে প্রায়ই থাকতে হচ্ছে মাঠের বাইরে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র খবর, সেরে উঠতে আরও অন্তত ১০ দিন লাগবে তার। স্প্যানিশ সুপার কাপের নিয়মে এসেছে বড় পরিবর্তন। এতদিন স্পেনেই মৌসুমের শুরুতে লিগ ও কাপ চ্যাম্পিয়নরা মুখোমুখি হতো এই ট্রফির লড়াইয়ে। হোম ও অ্যাওয়ে দুই লেগে জয়ী দলের হাতে উঠতো শিরোপা। তবে এবার সৌদি আরবে আয়োজন করা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চার দল। লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা ও কোপা দেল রে চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়ার সঙ্গে খেলবে লিগ রানার্সআপ আতলেতিকো মাদ্রিদ ও তৃতীয় হওয়া রিয়াল। দুই সেমিফাইনালের পর হবে ফাইনাল। সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, আর বার্সেলোনা লড়বে আতলেতিকোর বিপক্ষে।

Share.