য়াডাঙ্গায় সাপের দংশনে প্রাণ গেল সাপুড়ের

0

বাংলাদেশ থেকে চুয়াডাঙ্গা প্রতিনিধি: সাপের দংশনে আইনুদ্দীন (৫০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বিকাল ৩টার দিকে সাপে কামড়ালে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত আইনুদ্দীন মেহেরপুর জেলার পুরাতন দরবেশপুর গ্রামের মৃত বসির উদ্দীনের ছেলে। পেশায় তিনি কৃষক হলেও অবসর সময়ে গ্রামে গ্রামে সাপের খেলা দেখাতেন। প্রতিবেশী হাশেম আলী বলেন, বিকাল ৩টার দিকে বাড়ির অদূরে মাঠে ঘাস কাটতে যান আইনুদ্দীন। এসময় একটি বিষধর সাপ দেখে ধরতে গেলে তার হাতে দংশন করে। প্রথমে গ্রামের কবিরাজের ঝারফুঁকে তার অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান আইনুদ্দীন। সদর হাসপাতালের চিকিৎসক ডা. হাসানুর রহমান জানান, আইনুদ্দীন নামে ওই ব্যক্তির শরীরে অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করা হয়। তারপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার হাতের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কাটা ছিল। ধারণা করা হচ্ছে, কবিরাজি চিকিৎসা করা হয়েছিল। সাপে কামড়ানোর সাথে সাথে হাসপাতালে নিলে তাকে বাঁচানো সম্ভব হতো।

Share.