১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা

0

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন পর ফুটবলে ফেরাটা জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। ওই এক জয়ে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। গতকাল শুক্রবার জয়ের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)  সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ফেডারেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে গোল করেছেন নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল। জয়ের পর এক ভিডিও বার্তায় ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণ দেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় সহসভাপতি বলেন, ‘আমরা সবাই অনেক খুশি। বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা। প্রথম ম্যাচে আমরা নেপালকে ২-০ গোলে হারিয়েছি। খুশি হয়ে আমাদের সভাপতি কাজী সালাউদ্দিন ও ফেডারেশনের পক্ষ থেকে আমরা জয়ের জন্য ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছি।’ সিরিজের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে আগামী ১৭ নভেম্বর আবারও সফরকারীদের মুখোমুখি হবে স্বাগতিকরা। ওই ম্যাচের আগেই খেলোয়াড়রা পুরস্কার পেয়ে যাবে বলে জানান নাবিল, ‘আগামী ম্যাচের আগেই ছেলেরা এই পুরস্কারের অর্থ পেয়ে যাবে। আশা করছি, আগামী মঙ্গলবার আমরা আরো ভালো খেলতে পারব। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’ সরকারের দেওয়া সব স্বাস্থ্যবিধি মেনেই আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি দেখার সুযোগ দেওয়া হয় দর্শকদের। ফেরার ম্যাচে ভক্তদের সামনেই জয়ের উৎসব করলেন জামাল ভূঁইয়ারা। মিটিয়েছেন পুরোনো হিসাব-নিকাশ। কারণ শেষ তিন দেখায় একবারও নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে শেষ দুটিতেই হেরেছিল বাংলাদেশ। এরপর এসএ গেমসেও হার। টানা তিন পরাজয়ের প্রতিশোধটা ঘরের মাঠে ভালোভাবেই নিয়েছেন জামাল-সাদরা।

Share.