১৪ বিজিবি’র মাদক বিরোধী অভিযানে ১১লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার

0

ঢাকা অফিস: ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি) কর্তৃক নওগাঁ জেলার দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় চলতি মাসে পৃথক পৃথক ভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ১১লক্ষ টাকা মূল্যের বিপুল সংখ্যক মাদকদ্রব্য এবং মাদক পাচারের সাথে জড়িত চোরাকারবারীদের আটক করা হয়েছে। বৃহষ্পতিবার ১৪ বিজিবি’র এক বিবৃতিতে জানাযায় যে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। চলতি মাসে পৃথক পৃথক অভিযানে ৮৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪০৩ বোতল বিভিন্ন প্রকার মদ, ২৬৫টি ইয়াবা, ২.৬ কেজি গাঁজা, ৯১টি নেশা জাতীয় ইঞ্জেকশন এবং চোরাচালানের সাথে সম্পৃক্ত ১১জনকে মাদকসহ আটক করা হয়। মাদক বিরোধী অভিযানে আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১০লক্ষ ৬১হাজার ৯৫০টাকা বলে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) পত্নীতলা ক্যাম্প সূত্রে জানাগেছে।

Share.