১৭০ মানবাধিকার কর্মী ভিয়েতনামে আটক: হিউম্যান রাইটস ওয়াচ

0

ডেস্ক রিপোর্ট: ভিয়েতনাম সরকারের বিরুদ্ধে গত দুই দশকে ১৭০ জনের বেশি নাগরিককে হয়রানি ও আটকের অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার ৬৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত দেশটির সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয় বলে জানিয়েছে তারা। প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামের কম্যুনিস্ট সরকার ভিন্নমত সহ্য করতে পারে না। ভিন্নমত দমনে কারাগারে প্রেরণ, হুমকি, স্বাধীন চলাচলে বাধা দেওয়াসহ নাগরিক অধিকার লঙ্ঘন করছে। ভিয়েতনাম সরকার কর্তৃক হয়রানির শিকার ভূমি অধিকার এবং রাজনৈতিক কর্মী কং থুয়ান বলেন,‘২০১৬ সালে একদিন তিনি বাড়ি থেকে বের হতে পারেননি। কারণ ওই দিন দরজার তালার ওপর ভারী সুপার গ্লো আঠা লাগানো হয়। যেন তিনি প্রতিবাদ মিছিলে শামিল না হতে পারেন।’ ২০২১ সালের জানুয়ারি মাসে নগুয়েন থুই কানকে দশ দিন গৃহবন্দী রাখে কম্যুনিস্ট সরকার। ওই সময় কম্যুনিস্ট দলটির সম্মেলন চলছিল। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন,‘কম্যুনিস্ট দলের সম্মেলনের নিরাপত্তার জন্য বহু সেনা শহরে মোতায়েন করা হয়। তারপরও কর্তৃপক্ষ নিশ্চিন্ত হতে পারেননি। আন্দোলনকারীদের আইন ভঙ্গ না করা স্বত্তে¡ও গৃহবন্দী রেখে স্বাধীনভাবে চলাফেরার অধিকার খর্ব করা হয়। মূলত, প্রতিবাদ, মিছিলের মাধ্যমে আন্দোলনকারীরা যেন কোনো দাবি প্রতিবাদ করতে না পারে, সে জন্য তাদেরকে গৃহবন্দী করা হয়। নাগরিকদের স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিতের জন্য দ্রুত আইন সংশোধনের আহ্বান জানায় সংস্থাটি। হিউম্যান রাইটস ওয়াচ এর এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর ফিল রবাটসন বলেন, আপাতদৃষ্টিতে ভিয়েতনাম সরকার ধর্মীয় স্বাধীনতা, বিদেশী কূটনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎ, মানবাধিকারের পক্ষে আন্দোলনকে অপরাধ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে, সরকার বরাবরই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী ফাম বিন দাবি করেন, কঠিন পরিস্থিতিতেও জনগণের মানবাধিকার সুরক্ষায় তার সরকার সর্বোচ্চ জোর দিচ্ছে।

Share.