২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৭৫ জন নতুন রোগী

0

স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় (৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৪ ডিসেম্বর সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৭৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ সময়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৭৩ জন। চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন এক লাখ ৪৩৬ জন আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৭৯৯ জন। বুধবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়। কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার চেয়ে শতকরা পাঁচ দশমিক এক শতাংশ কম। আর সারাদেশে এখন পর্যন্ত শতকরা ৯৯ দশমিক চার শতাংশ রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। ডা. আয়শা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ৭৫ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি হাসপাতাল ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। আর ঢাকা মহানগরীর বাইরে ঢাকাসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন। অপরদিকে ছাড়পত্র নেওয়া ৮৫ জনের ভেতরে ঢাকার ২৯টি বেসরকারি হাসপাতাল ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৪ জন। ঢাকাসহ আট বিভাগের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪১ জন। অপরদিকে, মোট ভর্তি থাকা ৩৭৩ জনের মধ্যে ঢাকা মহানগরীতে ভর্তি আছেন ২২৪ জন। আট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪৯ জন। এদিকে, চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন। গত নভেম্বরে ভর্তি হন চার হাজার ১১ জন, অক্টোবরে এ সংখ্যা ছিল আট হাজার ১৪৩ জন, সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন, জুলাইতে ১৬ হাজার ২৫৩ জন, জুনে এক হাজার ৮৮৪ জন, মে মাসে ১৯৩ জন, এপ্রিলে ৫৮ জন, মার্চে ১৭ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন এবং জানুয়ারিতে ৩৮ জন।

Share.