২ বাংলাদেশিকে সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

0

ঢাকা অফিস: রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তের হরিরামপুর এলাকা থেকে দুই বাংলাদেশি শ্রমিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ নভেম্বর) মুর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ ওই দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। আটককৃতরা হলেন, এরাজুল ইসলাম (৫০) ও সুমন আলী (৩৫)। আলাইপুর বিজিবি ক্যাম্প ও আটককৃত পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে বাঘা উপজেলার সীমান্তের হরিরামপুর পদ্মা নদীর ২ নম্বর কলোনির চরে খড় কাটতে যায় এরাজুল ও সুমন। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। রাসিদুল ইসলাম বলেন,  ‘আমরা অতি দরিদ্র মানুষ। শ্রমিকের কাজ করে খাই। আমার বাবাসহ ৭/৮ জন শ্রমিক হিসেবে উপজেলার সীমান্তের হরিরামপুর পদ্মা নদীর ২ নম্বর কলোনির চরে খড় কাটতে যায়। সেখান থেকে বাবাসহ আরেকজনকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। অন্যরা পালিয়ে এসেছে।’ পালিয়ে আসা শাজাহান আলী বলেন, ‘আমরা খড় কাটতে শুরু করার সঙ্গে সঙ্গে বিএসএফ পেছন থেকে এসে দু’জনকে আটক করলে আমিসহ আরও ৫/৬ জন কৌশলে পালিয়ে এসেছি।’ এ বিষয়ে বাঘা উপজেলার আলাইপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ আবু তালেব বলেন, ‘বাংলাদেশি দুই শ্রমিককে ফিরিয়ে আনতে লিখিত আবদেন করলেও বিএসএফ সন্ধ্যা বাংলাদেশ সময় সাড়ে ৬টা পর্যন্ত গ্রহণ করেনি। তারপরও আমরা ভারতের সংশ্লিষ্ট ক্যাম্পের বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘পরিবারের সদস্যরা ধরে নিয়ে যাওয়ার বিষয়ে অভিযোগ করেছেন। কিন্তু সাধারণত বিএসএফ ধরে নিয়ে গেলে কোনও একটা নোট দিয়ে যায়। যে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহা করতে বলা হয়। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু বলেনি। আমরা বিএসএফের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করছি।’

Share.