বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে

0

ঢাকা অফিস: ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই পরীক্ষায় ১৩ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মৌখিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষার তারিখ ও সময় ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় প্রকাশের কথা বলেছে পিএসসি। পিএসসি সূত্র জানায়, এই বিসিএসের খাতা দেখতে গিয়ে প্রথমে ৩১৮ জন পরীক্ষকের ভুল ও পরে ১৫ হাজার ১৩৫টি খাতায় নম্বর গরমিল ছিল। এ জন্য এ পরীক্ষার ফল দিতে এত সময় লেগেছে। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার আগে ওই বছরের আগস্টের শুরুতে প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়। এতে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হয়েছিলেন। গত বছরের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা ক্যাডারে ৯১৫ জন এবং প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া পুলিশে ১০০ জন, স্বাস্থ্যে ১৪০ জন পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে ১১৬ জন নিয়োগ দেওয়া হবে। বাকিরা অন্যান্য ক্যাডারে নিয়োগ পাবেন।

Share.