নেত্রকোনায় স্কুলছাত্র হত্যার মামলায় দুজনকে আটক করেছে র‍্যাব

0

বাংলাদেশ থেকে নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পাঁনগাও গ্রামের স্কুল ছাত্র নয়ন মিয়া (১২) হত্যা মামলায় দুই আসামিকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। র‍্যাব জানায়, বুধবার গভীর রাতে উপজেলার রামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নং আসামি পাঁনগাও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (২২) ও একই গ্রামের লিটন মিয়ার ছেলে আসাদুলকে (২৪) আটক হয়। পরে রাতেই তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। কেন্দুয়া থানার তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ আলী জানান, র‍্যাবের হাতে আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এর আগে গত রবিবার রাতে উপজেলার মাসকা ইউনিয়নের পাঁনগাও গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে ও পাঁনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র নয়নমিয়াকে (১২) নৃশংসভাবে হত্যা করা হয়। নিহতের বাবা বাদী হয়ে হয়ে বুধবার ৪ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Share.