৪১তম বিসিএস প্রিলির ফল নিয়ে যা জানালেন পিএসসি চেয়ারম্যান

0

ঢাকা অফিস: বৃহস্পতিবার (২৯ জুলাই) ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ইতোমধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। পিএসসির চেয়ারম্যান জানান, বর্তমান জরুরি অবস্থায় বিশেষ নিয়োগ কার্যক্রমগুলো অগ্রাধিকার দিয়ে শেষ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স নিয়োগের জন্য সুপারিশ করা হবে।পিএসসি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশে চলমান করোনা সংক্রমণের ফলে দীর্ঘ সময় ধরে পিএসসির কার্যক্রম শিথিল ছিল। এ জন্য এই ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। চলতি মাসের মধ্যে ৪১তম বিসিএসের নির্বাচনী ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু এ মাসের আর মাত্র একদিন বাকি রয়েছে। সে হিসেবে বৃহস্পতিবার তা প্রকাশ করা হতে পারে।এর আগে, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

Share.