৫০ হাজার নমুনা যুক্তরাষ্ট্রে পাঠালো যুক্তরাজ্য

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত যুক্তরাজ্য ৫০ হাজার নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। ব্রিটিশ স্বাস্থ্য দফতর স্বীকার করেছে, গলা-মুখের লালারস ও হাঁচির কণার (সোয়াব টেস্ট) নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত সপ্তাহে স্টান্সটেড বিমানবন্দর থেকে একটি ভাড়া বিমানে নমুনাগুলো যুক্তরাষ্ট্রের ল্যাবে পাঠানো হয়। এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা কমেছে, একইসঙ্গে কমেছে আক্রান্তের সংখ্যাও। দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৩১ হাজার ৫৮৭ এবং আক্রান্ত ২ লাখ ১৫ হাজার ২৬০ জন। যুক্তরাজ্যের স্বাস্থ্য দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রোববার সকালে জানানো হয়, প্রতিদিন অন্তত ১ লাখ লোকের নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। টানা সাতদিনে সাত লাখ নমুনা পরীক্ষার ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মাত্ত হ্যানকক। তবে শুক্রবার ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৮৭৪টি নমুনা পরীক্ষা সম্ভব হয়েছে। যদিও আগের দিন পরীক্ষা করা হয়েছিল ৯৭ হাজারের বেশি নমুনা। নমুনা পরীক্ষার কিছু ল্যাব নতুন হওয়ার কারণে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হচ্ছে না। আর সেজন্যই সোয়াব টেস্টের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে অর্ধলাখ নমুনা। এদিকে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী গ্রান্ট শাপস জানান, শনিবার ২৪ ঘন্টায় ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২০৭ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৬, ওয়েলসে ৯ জন। আগেরদিন শুক্রবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৬২৬ জনের। ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনায় শনিবার ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৯৬ জন। আগের দিন ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৬৪৯। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৫হাজার ৬১৪ জন।

Share.