৫৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু নামিবিয়ার

0

স্পোর্টস রিপোর্ট: ক্রিকেট খেলা মানে অঘটন। ম্যাচ শেষের আগে সুযোগ নেই স্বস্তির নি:শ্বাস ফেলার। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনই অঘটন ঘটিয়েছে নামিবিয়া। বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে সম্প্রতি এশিয়াকাপ জয়ী শ্রীলঙ্কাকে ৫৫ রানে আজ হারিয়ে দিয়েছে নামিবিয়া। গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল নামিবিয়া। এর জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ১০৮ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কান ব্যাটারদের বিপজ্জনক হয়ে ওঠা দাসুন শানাকা কিংবা ভানুকা রাজাপাকসেকে খুব বেশি এগুতে দেয়নি নামিবিয়ার বোলাররা। দ্বিতীয় ওভারে ক্যাচ আউট হয়ে ৬ রানে ফিরে যান কুশল মেন্ডিস। পরে দলীয় ২১ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে সাজ ঘরে ফিরে যান নিসসানাকা। এভাবে যাওয়া আসার মধ্যেই সময় কেটে যায় লঙ্কান ব্যাটারদের। ফলে ১৯ ওভারে ১০৮ রানেই থমকে যায় শ্রীলঙ্কার ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক শানাকা। এদিকে, শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ায় নামিবিয়া। তারা ২০ ওভারে করে ১৬৩ রান। দলের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করে জান ফ্রাইলিঙ্ক। এছাড়া ডেভিড ওয়াইস, স্কোল্টজ, শিকোনগো ও ফ্রাইলিঙ্ক তুলে নেন ২টি করে উইকেট।

Share.