শুক্রবার, ডিসেম্বর ২৭

৬১ বছরের ম্যাডোনার প্রেমিক ২৫ বছরের যুবক!

0

বিনোদন ডেস্ক: বিশ্বখ্যাত হলিউডের জনপ্রিয় মার্কিন পপ তারকা ম্যাডোনার সঙ্গে এবার সামনে এলো ২৫ বছরের উইলিয়ামসের নাম। গুঞ্জন শোনা যায়, ৬১ বছরের মার্কিন পপ তারকা ম্যাডোনা নাকি সম্পর্কে জড়িয়েছেন ২৫ বছরের আহমালিক উইলিয়ামসের সঙ্গে। উইলিয়ামসের বাবা ড্রিউকে ইতিমধ্যেই ম্যাডোনা জানিয়ে দিয়েছেন, তার ছেলের প্রতি ভালবাসার কথা। সিনিয়র উইলিয়ামস এবং তাঁর স্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে, তাদের ছেলের প্রতি ভালবাসার কথা জানিয়েছেন ম্যাডোনা। ড্রিউ জানিয়েছেন, ম্যাডোনা তার চেয়ে বয়সে বড়। এমনকি তার স্ত্রীও বয়সে ম্যাডোনার চেয়ে ছোট। যদিও সিনিয়র উইলিয়ামস এবং তার স্ত্রীর কোনও আপত্তি নেই ছেলের এই সম্পর্কে। তার ছেলের চেয়ে ম্যাডোনা ৩৬ বছরের বড় হলেও সেটা নিয়ে মাথাব্যথা নেই তার পরিবারের। মার্কিন পপ তারকার সঙ্গে তাদের ছেলের সম্পর্কে উইলিয়ামস পরিবার বেশ খুশিই বলে জানিয়েছেন। জানা যায়, মার্কিন পপ তারকা ম্যাডোনার ২০২০ সালে লন্ডন এবং ফ্রান্সে যে শো রয়েছে সেখানেও প্রেমিকের বাবা, মাকে আমন্ত্রণ জানিয়েছেন ম্যাডোনা।

Share.