৯ ফুট দূরে থেকে বিষ ছুঁড়ে মারতে পারে, ঘুরে বেড়াচ্ছে মারাত্মক বিষাক্ত সাপ!

0

ডেস্ক রিপোর্ট: ৯ ফুট দূর থেকে বিষ ছুঁড়ে মারতে মারে এমন একটি সাপ ঘুরে বেড়াচ্ছে। এ ব্যাপারে মানুষজনকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার কর্তৃপক্ষ। বিষাক্ত ওই সাপটি জেব্রা কোবরা নামে পরিচিত। কারণ এটা শরীরে জেব্রার মতো দেখতে সাদাকালো স্ট্রিপ রয়েছে।স্থানীয় একটি নিউজ স্টেশন জানিয়েছে, মঙ্গলবার উত্তরপশ্চিম রেলিহ’র স্যান্ড্রিংহ্যাম ড্রাইভের একটি বারান্দা শেষবার ওই সাপটিকে দেখা গিয়েছিল। এই সাপে কাউকে কাটলে বা বিষ ছুঁড়ে মারলে টিস্যুর ক্ষতি বা মৃত্যুও হতে পারে। পুলিশ জানিয়েছে, এই সাপটি নিশাচর। এটা ব্রিট্যানি উডসে তার মালিকের কাছ থেকে পালিয়ে গেছে।ইউএসএ টুডে জানিয়েছে, এই সাপটি সাধারণত লাজুক প্রকৃতির। কিন্তু যদি বিপদে পড়ে তখন কাউকে কাটতে বা বিষ ছুঁড়ে মারতে পারে এই সাপ। কর্মকর্তারা বলছেন, এই সাপ ৯ ফুট দূর থেকে বিষ ছুঁড়ে মারতে পারে। এর ফলে আক্রান্ত ব্যক্তির নার্ভাস সিস্টেম কাজ করা বন্ধ করে দিতে পারে।এই গণমাধ্যমটি বলছে, এই জেব্রা কোবরা নর্থ ক্যারোলাইনা বা যুক্তরাষ্ট্রের স্থানীয় সাপ হয়। এই সাপটি আদি নিবাস আফ্রিকা। তবে নর্থ ক্যারোলাইনার প্রচলিত আইনে এ ধরনের প্রাণিকে পোষ্য হিসেবে রাখতে কোনও বাধা নেই। যেখানে সাপটি ঘুরে বেড়াচ্ছে সেখানকার বাসিন্দা বলছেন, তারা তাদের শিশু এবং পোষ্যদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত আছেন।

Share.