সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

0

ঢাকা অফিস: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মরণ করোনাভাইরাস প্রতিরোধে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল থেকে কোনো পাস ইস্যু করা হচ্ছে না। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজিব দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল থেকে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সচিবালয়ে মিটিংয়ে আগত ব্যক্তি এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এর আগে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। একান্ত অপরিহার্য না হলে মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পাস ইস্যু না করার পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বেশ কয়েকদিন ধরে সচিবালয়ে প্রবেশের আগে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছিল। কারও তাপমাত্রা ১০০ ডিগ্রির বেশি হলে তাকে সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি।

Share.