‘ভারতকে ভালোবাসি’ মোদির শুভেচ্ছাবার্তার জবাবে ট্রাম্প

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ২৪৪তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার জবাবেই ট্রাম্প বলেছেন, আমেরিকা ভারতকে ভালোবাসে।গালওয়ান উপত্যকা, প্যাংগং লেকে চীন-ভারত উত্তেজনা চরমে। পাক স্টক এক্সচেঞ্জে জঙ্গি হানা নিয়ে জাতিসংঘে চীনের তোলা ভারতবিরোধী প্রস্তাবে সায় দেয়নি আমেরিকা।১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ শাসনমুক্ত হয়েছিল আমেরিকা। সেই দিনটিকেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করে মার্কিন যুক্তরাষ্ট্র।সেই উপলক্ষে শনিবার মোদি টুইট করেছিলেন, ‘আমেরিকার ২৪৪তম স্বাধীনতা দিবসে আমেরিকাবাসীকে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা।বিশ্বের বৃহত্তম দুই গণতন্ত্র হিসেবে আমরা স্বাধীনতা ও মানবতার উদযাপন করি।’ এই টুইট ট্যাগ করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন– ‘ধন্যবাদ বন্ধু। আমেরিকা ভারতকে ভালোবাসে।’দুই নেতার ওই শুভেচ্ছাবিনিময় নেটিজিনরা ভালোভাবেই নিয়েছেন। গুরদীপ সিংহ নামে এক ভারতীয় লিখেছেন– ‘ভারতও আমেরিকাকে ভালোবাসে।’

Share.