নদ-নদীর পানি বিপদসীমার উপরে ॥ পানিবন্দী মানুষের দুর্ভোগ

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমা অব্যাহত থাকলেও তিস্তা এবং করতোয়া নদীর পানি কিছুটা বাড়ছে। ফলে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।এছাড়াও গাইবান্ধা জেলায় বেশকিছু স্থানে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিপদসীমার ৫২ সে.মি. এবং ঘাঘট নদীর পানি বিপদসীমার ২২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্রের পানি কমতে শুরু করায় নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। গত দু’দিনে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি এবং সাঘাটা উপজেলার ৯টি পয়েন্টে প্রায় শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। তবে ধীরগতিতে পানি কমতে থাকায় পানিবন্দী পরিবারগুলো চরম জনদুর্ভোগ পোহাচ্ছে। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

Share.