দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী টাইফুনের আঘাত

0

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মেসাক’। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। টাইফুনের আঘাত লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির উপকূলীয় বুসান শহর। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিধ্বস্ত হয়ে গেছে বহু ঘরবাড়ি। বিদ্যুৎহীন কয়েক হাজার মানুষ। টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে।দক্ষিণ কোরিয়ার আঘাত হানার পর টাইফুনটি উত্তর কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে।এর আগে, জাপানের পশ্চিম উপকূলে ঘণ্টায় ১৬২ কিলোমিটার গতিতে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। টাইফুনের কবলে পড়ে জাপানে একটি কার্গো জাহাজসহ ৪৫ নাবিক নিখোঁজ হয়েছেন। জাহাজে ৬ হাজার গবাদি পশুও ছিল।

Share.