তুর্কিদের বিরুদ্ধে লড়তে ফরাসি যুদ্ধবিমান ও জাহাজ কিনছে গ্রিস

0

ডেস্ক রিপোর্ট: ভূমধ্যসাগরে তুর্কিদের বিরুদ্ধে লড়াই করতে ফরাসি যুদ্ধবিমান রাফায়েল ও যুদ্ধজাহাজ ফ্রিগেট কেনার ঘোষণা দিয়েছে গ্রিস। গ্রিক মিডিয়ার বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্র তুরস্কের সঙ্গে চলমান উত্তেজনা মোকাবিলায় সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে গ্রিস সরকার। এতে সামরিক জোট ন্যাটোভুক্ত গ্রিস ও তুরস্কের মুখোমুখি অবস্থান ও সমরসজ্জায় নতুন মাত্রা যোগ হলো। তুরস্ক তার উপকূলবর্তী পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস ও তেল অনুসন্ধানের ঘোষণা দিলে প্রতিবেশী গ্রিস ও সাইপ্রাস দাবি করে, ওই এলাকা তাদের। এরপরও তুরস্ক তাদের কর্মসূচি অব্যাহত রাখতে চাইলে উত্তেজনা বাড়ে। তুর্কিদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে মিসরের সঙ্গে জোটও করেছে গ্রিস।এ ছাড়া যুদ্ধের প্রস্তুতি নিতে শনিবার ঘোষণাও দিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকস। যদিও ন্যাটো মহাসচিব স্টোলটে জেন্স স্টোলটেনবুর্গ সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

Share.