গোবিন্দগঞ্জে ইউ’পি চেয়ারম্যানের বিরুদ্ধে অসহায় নারীর দেনমোহরানার টাকা আত্মসাতের অভিযোগ

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টুর বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দান হাটা ইউনিয়নের পলাশী গ্রামের অসহায় নারী আসমা বেগম (৪৭) তার দেনমোহরানার ২ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, আসমা বেগমের সাথে শাখাহার ইউনিয়নের দশনাল গ্রামের মৃত- আয়তাল আলীর ছেলে মমতাজ আলী (৫০) সাথে দ্বিতীয় বিবাহ হয়। বিবাহের পর থেকেই তাদের সাংসারিক জীবনে মনোমালিন্য দেখা দেয়। এ নিয়ে আসমা বেগম মমতাজ আলীকে বিবাদী করে বগুড়া পারিবারিক আদালতে মামলা দায়ের করেন। যার পিটিশন মামলা নং-০২/২০১৭। এ মামলা থেকে রক্ষা পেতে মমতাজ আলী ইউ’পি চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টুর সরাপন্ন হন। চেয়ারম্যান ও মমতাজ আলী যোগসাজস করে মামলা মিমাংসার জন্য দেনমোহরানা ও অন্যান্য খরচা বাবদ ২ লাখ টাকা দেওয়ার মিথ্যা আশ্বাষ দেয়। মামলা তুলে নিয়ে চেয়ারম্যানের কাছে এসে তার দেনমোহরানা বাবদ ২ লাখ নিয়ে যাবে। গ্রামের অসহায় সরল সোজা একজন নারী হয়ে চেয়ারম্যানকে অন্ধ বিশ্বাষ করে তার কথা মত আসমা বেগম আদালত থেকে মামলাটি তুলে নেয়। এরপর আসমা বেগম চেয়ারম্যানের কাছে তার দেনমোহরানার টাকা নিয়ে আসতে গেলে চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করেন। গ্রামের অসহায় নারী আসমা বেগম তার এ টাকা উদ্ধার করতে অনেক জনপ্রতিনিধি সহ সমাজপতিদের দ্বারস্থ্য হয়েও কোন কুল কিনারা পাননি। সে নিরুপায় হয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। আসমা বেগমের অভিযোগের বিষয়ে শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টুর সাথে কথা হলে তিনি বলেন, এ ধরনের কোন শালিস আমার ইউনিয়ন পরিষদে হয়নি।

Share.