ক্রিকেটারদের মাস্ক উপহার দিলেন মুশফিক

0

স্পোর্টস ডেস্ক: করোনাকালে মাস্ক পরা সবার জন্যই অপরিহার্য। ঘরের বাইরে যেখানেই যান না কেন, মাস্ক না পরলেই ঘটতে পারে বিপত্তি। তাই মাস্ক নিয়ে টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিমের এমআর-১৫ ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ। বৃহস্পতিবার মিরপুরে ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্য ও মাঠকর্মী সকলকে মাস্ক উপহার দিয়েছে মুশফিকুর রহিমের ফাউন্ডেশন। টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গিয়েছে। তারপরও বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটাররা জৈব-সুরক্ষা বলয়ে দ্বিতীয় দফায় অনুশীলনে ফিরেছেন। এদিন আবু জায়েদ রাহি ছাড়া স্কোয়াডের বাকি ২৬ সদস্য উপস্থিত ছিলেন। মুশফিকের দেয়া মাস্ক পরে ক্রিকেটাররা ফটোসেশন করেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেছেন মুশফিকুর রহিম। ছবি আপলোড করে ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এমআর-১৫।’মাস্ক উপহার দেয়ার জন্য সতীর্থরা ধন্যবাদ জানিয়েছেন মুশফিককে। পেসার সৈয়দ খালেদ আহমেদ ফেসবুকে মাস্ক পরা ছবি আপলোড করে লিখেছেন, ‘চমৎকার মাস্ক উপহার দেয়ার জন্য মুশফিক ভাইকে ধন্যবাদ।’

Share.