ছয় মাসে তিন হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি ইরানের

0

ডেস্ক রিপোর্ট: ইরান গত ছয় মাসে রপ্তানি খাত থেকে প্রায় তিন হাজার ৩৫ কোটি ডলার মূল্যের বৈদেশিক মুদ্রা আয় করেছে। ইরানের শুল্ক বিভাগের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। শুল্ক বিভাগের মহাপরিচালক মাহদি মিরশারাফির বলেছেন, এই পরিমাণ বৈদেশিক মুদ্রার মধ্যে তেল বহির্ভুত খাত থেকে আয় হয়েছে এক হাজার ৩৫৬ কোটি ডলার।ইরানের এই পদস্থ কর্মকর্তা বলেন, ফার্সি ১৩৯৯ সালের প্রথম ছয় মাসে পরিশোধিত তেল যথারীতি রপ্তানি খাতের প্রধান পণ্যের স্থান দখলে রেখেছে। এরপর পলিথিন, পলিমার প্লাস্টিক ফিল্ম, মিথানল ও ইউরিয়া ছিল ইরানের পরবর্তী চার প্রধান রপ্তানি পণ্য।গত ছয় মাসে চীন ইরানের সবচেয়ে বেশি পণ্য আমদানি করেছে বলে জানান মিরশারাফি। তিনি বলেন, এ সময়ে শুধু চীন ইরানের কাছ থেকে ৩৭০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। চীনের পরে ইরানি পণ্য আমদানিকারক প্রধান চার দেশে হচ্ছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান ও তুরস্ক।তিনি জানান, ওজনের দিক দিয়ে মোট রপ্তানির শতকরা ৭২ ভাগ এবং মূল্যের দিক থেকে শতকরা ৭৪ ভাগ পণ্য এই পাঁচ দেশে রপ্তানি হয়েছে। ইরান গত ছয় মাসে এক হাজার ৬৭৮ কোটি ডলারের পণ্য আমদানি করেছে বলেও জানান মিরশারাফি।

Share.