বাবার অনুরোধেই মাঠে ফিরেছেন স্টোকস

0

স্পোর্টস ডেস্ক: বাবা জোর্ড স্টোকস ক্যান্সারের সাথে লড়ছেন নিউজিল্যান্ডে। ছেলে বেন স্টোকস এতদিন বাবার কাছেই ছিলেন। তবে এবার বাবার পরামর্শ আর বাবা-মা দুইজনেরই আশীর্বাদ নিয়ে ছুটে এসেছেন আরব আমিরাতে, আইপিএল খেলতে। এবারের আসরেও রাজস্থান র‌য়্যালসের হয়ে খেলবেন স্টোকস। আইপিএলে পাড়ি জমিয়ে আপাতত কোয়ারেন্টাইনে আছেন স্টোকস। রাজস্থানে আগামী ম্যাচেই তার মাঠে নামার কথা রয়েছে। অনেকেই ভেবেছিলেন, স্টোকস বোধহয় এবার আইপিএলে খেলবেনই না। তবে সংশয় দূর করে আসরের মাঝপথে ঠিকই যোগ দিয়েছেন দলের সাথে। ব্রেইন ক্যান্সারের আক্রান্ত বাবার পাশে থাকতে স্টোকস পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই ছুটি নিয়ে নিউজিল্যান্ড চলে যান। নিউজিল্যান্ড যাওয়ার পর কোয়ারেন্টাইন পর্ব শেষ কোর্টেই লেগেছে অনেকদিন। অসুস্থ বাবার জন্য ছুটে যাওয়া স্টোকস এমন পরিস্থিতিতে পরিবার ছেড়ে আইপিএলে খেলবেন কি না তা বড় এক প্রশ্ন হয়ে উঠেছিল।তবে স্টোকস জানিয়েছেন, বাবার পরামর্শেই তিনি আইপিএলে খেলতে এসেছেন। তিনি বলেন, ‘আমার দায়িত্বের ব্যাপারটা খুব ভালোভাবে বুঝিয়েছেন আমার বাবা। আমার পেশাগত দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন বাবা হিসেবে। আমরা অনেক ভেবেছি, দীর্ঘক্ষণ কথা বলেছি। শেষপর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে খেলায় মন দেওয়ার সময় হয়েছে আমার।’যদিও কঠিন এই সময়ে পরিবারের সঙ্গ ত্যাগ সহজ ছিল না স্টোকসের জন্য। স্টোকসের ভাষায়, ‘ক্রাইস্টচার্চে আমার বাবা মা ও ভাইকে বিদায় জানানোটা খুব কঠিন কাজ ছিল। পরিবার হিসেবে আমরা কঠিন সময় কাটাচ্ছিলাম। যতটা সম্ভব একে অপরের পাশে থেকেছি। বাবা-মায়ের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই দুবাইয়ে এসেছি। পরিবারের সবার চাওয়াতেই সিদ্ধান্ত নিয়েছি। বাইরে থেকে কোনো চাপ ছিল না।’

Share.